Suvendu Adhikari: 'এ কোন উন্মাদের রাজ্যে আছি আমরা !' বেতন সংক্রান্ত সংশোধনী বিল ইস্যুতে মন্তব্য শুভেন্দুর
মন্ত্রী-বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিল বিধানসভায় পেশ হলেও, রাজ্যপাল সই না করায় পুজোর মধ্যে তড়িঘড়ি একদিনের বিশেষ অধিবেশন ডেকেও তা পাস করাতে পারল না রাজ্য সরকার। রাজ্যপালের অনুমোদন ছাড়া কেন বিল পেশ করা হল, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, রাজ্যপালের অনুমতি ছাড়া যেখানে বিল পেশ করাই যায় না, সেখানে আইন ভেঙে কী করে তা পেশ করা হল? অন্যদিকে, এদিন বিল পেশ হলেও, আলোচনা বা ভোটাভুটি হয়নি। নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে রাজ্যপালের আগেই অনুমোদন লাগে। বিধানসভা সূত্রে খবর, পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে বিল পাঠানো হয়েছিল।সি ভি আনন্দ বোস বিলে সই না করায়, তৈরি হয় জটিলতা।
শুভেন্দু আরও বলেন, 'আমরা এই ভাতা বৃদ্ধির বিরোধিতা করছি। আমাদের বক্তব্য, ডিএ মেটান।'

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
