BJP: নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ বিজেপির, তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান বিধায়কদের
বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা। বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ বিজেপির। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ বিজেপির। প্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা, অভিযোগ বিজেপির।
বিধানসভায় তুলকালাম, শুভেনদু অধিকারীকে পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে কার্যত তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতার সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়ে জড়ালেন বিধায়ক তপন চট্টোপাধ্য়ায়। নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন শুভেনদু। পাল্টা অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়কও।
বিধানসভার অলিন্দে শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্য়ায়।
তপন চট্টোপাধ্য়ায়, তৃণমূল বিধায়ক, পূর্বস্থলী: 'আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে? আমার মেয়ে ডাবল MA পাস। চিটার... বড় বড় কথা বলছে...'
বুধবার, বিধানসভার অধিবেশন কক্ষে, নারী নির্যাতন নিয়ে আলোচনার প্রস্তাব দেয় বিজেপি। কিন্তু, তৃণমূল তাতে অংশ না নেওয়ায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা। ঠিক সেই সময়, বিধানসভার অলিন্দে বিরোধী দলনেতার দিকে কার্যত তেড়ে যান পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক।