Soumitra Khan: বাংলাকে বঞ্চনা নিয়ে এবার সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ABP Ananda Live
বাংলাকে বঞ্চনা নিয়ে এবার সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বঞ্চনা ইস্যুতে এবার তৃণমূলের সুর বিষ্ণুপুরের বিজেপি সাংসদের গলায়। 'শুধুমাত্র বিরোধীদের মতো কথা বলে টাকা আটকে রাখা ঠিক নয়। ১০০ দিন, আবাসের টাকা আটকে রাখলেই হবে না, মানুষের কথা ভাবতে হবে। ২৪ তারিখ প্রধানমন্ত্রীকে চিঠি দেব, আমি চাই এখানেও ১০০ দিনের কাজ চালু হোক।'উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে রাজি, মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। বঙ্গে বিজেপির ভরাডুবি, রাজ্য নেতৃত্বের প্রতি নরম-গরম সৌমিত্র খাঁ। 'রাজ্য নেতৃত্বের ওপর রাগও নেই, ভালবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দেওয়ার পরেও লক্ষ্যে পৌঁছোতে পারছি না। লক্ষ্যে না পৌঁছোতে পারাটা রাজ্য নেতৃত্বের ব্যর্থতা, এটা স্বীকার করতেই হবে।'ফের রাজ্য নেতৃত্বকে নিশানা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।