BJP News: বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় দিলীপ? বরফ গলার ইঙ্গিত দিয়ে শমীকের ডাকে সল্টলেকের দফতরে হাজির
ABP Ananda Live: রাজ্য় বিজেপির সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর অভিষেকের অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। তবে মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে, শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। তারপর বর্তমান ও প্রাক্তন রাজ্য় সভাপতির মুখে শোনা গেল একই সুর। শমীক ভট্টাচার্য বললেন--- "দিনের শেষে আমরা সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই। আমাদের এখানে কোনও বেঙ্গল লাইন, দিল্লি লাইন নেই। আমাদের এখানে কোনও নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্মফুল।" আর দিলীপ ঘোষও বললেন--- "ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যাদের মনের মধ্য়ে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে।" দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর দিলীপ ঘোষকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে আজ শমীক ভট্টাচার্য বলেন--- "ক্ষণিকের জন্য় কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে। ক্ষণিকের জন্য় কোথাও দূরত্ব তৈরি হতে পারে। এর অর্থ এটা নয়, যে সে দলের বাইরে চলে গেছে।" অন্য়দিকে, পুরনো ঝাঁঝে দিলীপ ঘোষও বলেন--- " দাম যার থাকে মার্কেটে, তাকে নিয়ে জল্পনা হয়। তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই, তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে। কারণ, দিলীপ ঘোষের কোনও ভেজাল নেই।"
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।


















