Post Poll Violence: বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
BJP News: হুগলির ধনেখালিতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ভরা বাজারের মধ্যেই বিজেপি নেতা সমীরণ মুর্মুর ওপর বাঁশ-রড নিয়ে চড়াও হয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম বিজেপির মণ্ডল সহ সভাপতিকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, লোকসভা ভোটে বিজেপি নেতার বুথে তারা ভাল ফল করায়, আক্রোশবশত এই হামলা। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বা শাসকদলের কোনও নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। যদিও ধনেখালি বিধানসভা থেকেই প্রায় ৪০ হাজার ভোটের লিড পেয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। : বীরভূমের ইলামবাজারে পুলিশের সামনে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজনকে মারধরে করে হামলাকারীরা খেলা হবে স্লোগান দেয় বলেও অভিযোগ। তৃণমূল আমলে রাজ্যজুড়ে এটাই চলছে, কটাক্ষ বিজেপির। গ্রাম্য বিবাদে রাজনীতির রং, গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেছে শাসক শিবির। খেলা হবে স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বীরভূমের ইলামবাজারের মুরগাবনি গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ, বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের পর থেকেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ও তাঁর অনুগামীরা।