SUVENDU ADHIKARI : 'কোনও BLO-কে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী, মনোজ পন্থ', হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda LIVE : 'ধুলিয়ান, সামশেরগঞ্জ থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেওয়ার হুমকি'। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেওয়ার হুমকি, অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'আইনত একজনও BLO-কে বদল করতে পারেন না মুখ্যমন্ত্রী'। 'রাজ্য সরকারের কাছে স্পষ্ট বার্তা চলে এসেছে'। 'নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী'। 'ভোটের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী'। 'কোনও BLO-কে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী'। 'কমিশন বললেই, কাজ শুরু করে দিন BLO-রা'।
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


















