BJP News: ছাত্রছাত্রীদের শৌচালয়ের জল খাওয়াবেন ! TMCP-র প্রতিষ্ঠা দিবসের আগে পোস্ট SUVENDU-র
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : 'উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শৌচালয়ের জল খাওয়াবেন!' TMCP-র প্রতিষ্ঠা দিবসের আগে ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।'নিজের বক্তৃতা শোনানোর জন্য উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শৌচালয়ের জল খাওয়াবেন'। 'তারপর পেটে ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তপচা বক্তৃতা শুনে হয়েছে...'।'...তখন তো আবার তেলে বেগুনে জ্বলে উঠবেন'। 'এই সব ভিডিও আপনাদের লোকেরাই আমাকে পাঠায়'। TMCP-র প্রতিষ্ঠা দিবসের আগে পোস্ট বিরোধী দলনেতার।
SSC Case: আজ জীবনকৃষ্ণের পিসি মায়া সাহাকে তলব ED-র
আজ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ED-র। SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁইথিয়ার বাড়ি থেকে রওনা দিলেন বড়ঞার তৃণমূল বিধায়কের পিসি।

















