Suvendu Adhikari : নন্দীগ্রামে মিছিল শুভেন্দুর। বন্ধ সমবায় সমিতির নির্বাচন, কী বললেন ?
ABP Ananda LIVE: নন্দীগ্রামে বন্ধ সমবায় সমিতির নির্বাচন, প্রতিবাদে মিছিল শুভেন্দুর। গতকাল কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন বন্ধের ঘোষণা প্রশাসনের। প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম থানা পর্যন্ত মিছিল বিজেপির। মিছিলের পর থানার সামনে বিক্ষোভ সমাবেশ। পর্যাপ্ত পুলিশ না থাকার কারণ দেখিয়ে সমবায় নির্বাচন বন্ধের ঘোষণা। তৃণমূলের হারের ভয়েই নির্বাচন বন্ধ, অভিযোগ বিরোধী দলনেতার। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। প্রার্থীদের হুমকি দিচ্ছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের।
সেন্ট্রাল পার্কে আমরণ অনশনে চাকরিহারারা, অসুস্থ এক, ভর্তি আর জি করে
সেন্ট্রাল পার্কে আমরণ অনশনে চাকরিহারারা। ৩ দিনে পড়ল চাকরিহারাদের আমরণ অনশন। অসুস্থ এক আন্দোলনকারী। ভর্তি আর জি করে। দুর্নীতির জাঁতাকলে পড়ে চাকরি খুইয়েছেন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। অনিশ্চিত ভবিষ্যতের জেরে লাগাতার ধর্ণা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কোনও সমাধান না হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে চলছে আমরণ অনশন



















