BJP News: বিজেপি বিধায়কদের নিয়ে 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন বিরোধী দলনেতা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিজেপি বিধায়কদের নিয়ে 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন বিরোধী দলনেতা । সল্টলেক সিটি সেন্টারে বিক্রান্ত মেসি অভিনীত 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন বিজেপি বিধায়করা । প্রায় ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী
আরও খবর..
শিক্ষা দুর্নীতি মামলায়, ইডির বিশেষ আদালতে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন। দেখতে দেখতে প্রায় ২ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা এখনও রয়েছে জিইয়ে। সদ্য কিছুদিন আগেই তিহার থেকে ফিরেছেন শাসকদলের নেতা অনুব্রতও। ঠিক এমনই একসময় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার হল জামিন। কী অপেক্ষা করছে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য ? গুঞ্জন রাজনৈতিক মহলে।
চলছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রস্তুতি। বৈঠকে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং পুরসভার ফল বিশ্লেষণ করে আগেই বেশ কিছু পদের রদবদলের প্রসঙ্গ উঠতে চলেছে বৈঠকে। একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা সভাপতির পদ পরিবর্তন হতে চলেছে। সুব্রত বক্সী রিপোর্ট জমা দিয়েছেন।
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)