Rahul Sunha: 'এই সরকার চোরেদের সুরক্ষা দিতে চাইছে এটা স্পষ্ট হয়ে গেছে', আক্রমণ রাহুল সিনহার
ABP Ananda LIVE: 'শেষ পর্যন্ত যখন মানবে এত নাটক করে ঘুরিয়ে এই যে সাংবিধানিক স্তম্ভ তাকে ভাঙার চেষ্টা করে শেষ পর্যন্ত সেটা মানতেই হচ্ছে। এই সরকার চোরেদের সুরক্ষা দেওয়ার জন্য যারা অসাধু কার্যকর্তা সরকারের হয়ে যারা ভুয়ো ভোটারদেরকে স্থান দিয়েছে, ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকায় রাখার ব্যবস্থা করেছে সরকার তাদের রক্ষা করতে চায়। নির্বাচন কমিশনের চাপে শেষ পর্যন্ত সরকারকে মাথানত করতেই হল', বললেন রাহুল সিনহা।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্যত বিচ্ছিন্ন বাংলা-সিকিমের যোগাযোগ
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তিস্তার জলে ভেসে গেল ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা জলের তলায়, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরের জেলাগুলিতে, ফলে ধসের আশঙ্কাও রয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। গত শনিবার ২৯ মাইলের কাছে রাস্তার অর্ধেকটা ধসে যায়। সেই সময় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছোট গাড়ি চলে নিজেদের দায়িত্বে। গতকাল থেকে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। তিস্তার জলে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের অংশ পুরোটাই ভেসে গিয়েছে। যান চলাচল একেবারে বন্ধ। বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে সরাসরি যোগাযোগের পথ। অনেকটা ঘুর পথে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে। কালিম্পং এবং সিকিমের অবস্থা সবথেকে খারাপ। গত বছর এই ধসের কারণে ৩৯ দিন রাস্তা বন্ধ ছিল। এবছর ২৩ দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এই আবহে বিপর্যয়ের জেরে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ হয়ে গেল।



















