Bolpur Municipal Election : মনোনয়ন জমা দিতে এসে দলীয় নেতার দোকানেই 'আটক' BJP প্রার্থী| Bangla News
মনোনয়ন (Nomination) জমা দিতে আসা বিজেপি (BJP) প্রার্থীদের দলেরই নেতার দোকানঘরে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বোলপুর পুরসভার (Bolpur Municipality) ঘটনা। এদিন বিজেপি প্রার্থীরা মহকুমা শাসকের (SDO) দফতরে মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেইসময় মহকুমা শাসকের দফতরের সামনে স্থানীয় বিজেপি নেতা কাঞ্চন ঘোষের দোকানঘরে বিজেপি প্রার্থীদের আটকে রাখেন তৃণমূল কর্মীরা। ফেসবুকে লাইভে অভিযোগ জানান ওই বিজেপি নেতা। এরপরই পুলিশ সেখানে হাজির হয়। সবটাই বিজেপির নাটক, অভিযোগ অস্বীকার তৃণমূলের। কয়েক ঘণ্টা পর স্থানীয় বিজেপি নেতৃত্ব গিয়ে দোকানে শাটার খুলে বিজেপি প্রার্থীকে বের করেন। যদিও পুলিশের দাবি, নিজেই ভিতর থেকে দোকানঘর আটকে রেখেছেন বিজেপি নেতা।



















