TMC News: BDO-র গলায় মালা পরিয়ে, উলু দিয়ে অফিসেই আইবুড়ো ভাত, বর্ধমানের ঘটনায় বিতর্ক।
Burdwan News: অফিসেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে BDO-র আইবুড়ো ভাত! BDO-র গলায় রজনীগন্ধার মালা, সামনে কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন, BDO-র গলায় মালা পরিয়ে, উলু দিয়ে অফিসেই আইবুড়ো ভাত। বর্ধমান ১-এর BDO-কে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তৃণমূলের ব্লক সভানেত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করলেন BDO রজনীশ কুমার যাদব! 'প্রশাসন ও শাসকদলের ভেদ মুছে গেছে, এটাই বাংলার চেনা ছবি'।সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'আগামী সপ্তাহে বিয়ে, তাই আইবুড়ো ভাতে ডাকা হয়েছিল'। ভালবেসে পাশের অফিসে আয়োজন, বিতর্কের মুখে সাফাই BDO-র। মায়ের বয়সি, তাই আমার শিক্ষা থেকেই তৃণমূলনেত্রীকে প্রণাম: BDO। 'প্রশাসন ও শাসকদলের ভেদ মুছে গেছে, এটাই বাংলার চেনা ছবি', সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live



















