CAA Controversy: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে, পূর্ব বর্ধমানের এক দম্পতির জেলে থাকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক
লোকসভা ভোটের মরশুমে, CAA নিয়ে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আর এই আবহেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে, পূর্ব বর্ধমানের এক দম্পতির জেলে থাকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। দুলাল শীল ও স্বপ্না শীল। পূর্ব বর্ধমানের গুসকরার নেতাজি পল্লির বাসিন্দা। ২০০৯ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। প্রথমে কিছুদিন ঠাকুরনগরে তারপর ২০১৩ সালে গুসকরায় আসেন। ২০১৬ সালে সেখানেই জমি কেনেন। পরিবারের দাবি, তাঁদের ভোটার, রেশন, আধার কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই রয়েছে। ২০২৩ সালে ভারতের পাসপোর্টও পেয়েছেন তাঁরা। জানুয়ারি মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পূর্ব বর্ধমানের জেলা গোয়েন্দা দফতরের এক আধিকারিকের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাঁদের। ধৃত দম্পতির পরিবারের দাবি, ইতিমধ্যেই তাঁরা CAA-র জন্য আবেদন করেছেন। তবে তবে এই ঘটনার প্রসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষক জিষ্ণু বসু।



















