HC On Arabul: ভাঙড়ের TMC নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট
HC On Arabul: জামিন পেলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট। খুনের মামলায় ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি, দলীয় প্রধানের স্বামীকে খুনের চক্রান্ত করেছিলেন আরাবুল ইসলাম, একথা জানিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের পদ পাইয়ে দিতে আরাবুল তুলেছিলেন লক্ষ লক্ষ টাকা। ভাঙড়ের সভায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। দলের জেলা পরিষদ সদস্যা খাদিজা বিবির বিরুদ্ধে করেছিলেন লোকসভা নির্বাচনে অন্তর্ঘাতের অভিযোগ। এনিয়ে মন্তব্য করতে চাননি খাদিজা বিবি। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছিল বিরোধীরা। ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেছিলেন, 'মাঝখানে খইরুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হল, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙ্গড়ে নেতাগিরি করছ, ওখানে একজন প্রধান আছেন, তাঁর স্বামীর নাম খইরুল। তাকে মার্ডার করার জন্য ১৮ লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল কর, সেই আরাবুলই এই ঘটনার মূল নায়ক। ওকে আমার ওপর ছেড়ে দাও।' ABP Ananda LIVE


















