Mamata Banerjee: শালবনিতে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর | অনুষ্ঠানে থাকবেন সৌরভ ?
ABP Ananda LIVE: আজ শালবনিতে জিন্দলদের জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর । জিন্দল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস । শালবনিতে ৮০০ ইউনিটের দুটি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে জিন্দল গোষ্ঠী । রাজ্য সরকারের সঙ্গে জার্মান সংস্থার যৌথ উদ্যোগে জোড়া প্রকল্প । অনুষ্ঠানে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
আরও খবর...
জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। এর মধ্য়ে ৩ জন ভিন জেলা থেকে গ্রেফতার হলেও, প্রত্যেকেই মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা। এদিকে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করল নিহতদের পরিবার।
মুর্শিদাবাদকাণ্ডে নাটক করছে তৃণমূল-বিজেপি। স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। মমতার দয়ায় বাংলায় আরএসএস, আক্রমণ বামেদের। বিচারবিভাগীয় তদন্তের দাবি।
ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। একযোগে আইএসএফ, বিজেপিকে নিশানা সওকত-সায়নীর। পাল্টা আক্রমণ নৌশাদ-শমীকের।


















