Mamata Banerjee : নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Mamata Banerjee: 'পুজো শুধু পুজো নয়, গরিব মানুষের আয়েরও উপায়'।'এখন পুজো থেকে আয় বেড়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা হয়েছে'। 'বাংলায় প্রায় ৪০ হাজার পুজো হয়, এর মধ্যে কলকাতায় ৩ হাজার'। 'দুর্গাপুজোয় ২৪ ঘণ্টা পুলিশ কন্ট্রোলরুম থাকে, নারী নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে'। 'বোনেদের রক্ষা করার দায়িত্ব ভাইদের'। 'ভিড় নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নিতে হবে'। 'আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে'। 'না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে'। 'না জানিয়ে সবে ছেলেটা পরশু এসেছে, এর মধ্যেই ৫-৬ জায়গায় শুরু করে দিয়েছে'। তালা ভেঙে ঢুকে যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে?' 'তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে? 'আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে'। 'এখন পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠাচ্ছে'। 'সুজিত বসু এমন পুজো করেন, যে বিমানবন্দর থেকে লোক আসতে পারে না'। 'দমকলমন্ত্রীকে দেখতে হবে, যেন পরিবহণ ঠিকঠাক চলে'। পরিবহণ থমকে গেলে, তোমাকেও ব্লক করে দেব, দমকলমন্ত্রীকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর । পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান। বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'পুজো কমিটিগুলি সচেতনতা বাড়াতে কাজ করে, তাই টাকা দেওয়া হয়'। নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
র্যাগিং বন্ধে লালবাজারে টোল ফ্রি নম্বর। অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বর: ১৮০০-৩৪৫-৫৬৭৮। 'শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র, কোথাও র্যাগিং হলে ফোন করে জানান'। 'অভিযোগকারীর নাম-পরিচয় গোপন থাকবে'। কড়া ব্যবস্থা নেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। 'ইমামরা অনেক কাজ করেন, হিংসা হলে গিয়ে মেটান'। 'কমিউনিটি ডেভেলপমেন্টেও কাজ করেন'।