Chok Bhanga Chota: এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী, রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ
Medinipur News: ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। রবিবার একটি সর্বভারতীয় পরীক্ষার জন্য কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র বদল। সরকারি স্কুল না মেলায় সমবায় ভোটের গণনাকেন্দ্রও বদল। ভোটগ্রহণ-গণনাকেন্দ্র বদলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। এগরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরার মামলায় নির্দেশ আদালতের। কাঁথি সমবায় ভোটে ২৪১টি ভোটগ্রহণ কেন্দ্র, তার মধ্যে ৫টিতে বদল। শুধু কাঁথি, এগরায় ৫টি ভোটগ্রহণ কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ।
বাংলায় বোসের তৃতীয় বছরে নতুন সমীকরণ? স্থায়ী উপাচার্য নিয়ে জট কাটার ইঙ্গিতের মধ্যেই রাজভবনে মুখ্যমন্ত্রী। স্থায়ী উপাচার্য নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। বোস-মমতার আলোচনায় উঠতে পারে মন্ত্রিসভার রদবদলের প্রসঙ্গও।