Mamata Banerjee: ভোটার তালিকায় কারচুপি, কমিশনের সাসপেনশন-FIR নির্দেশকে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ
ABP Ananda LIVE : ভোটার তালিকায় কারচুপি, কমিশনের সাসপেনশন-FIR নির্দেশকে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ। 'আমার ২জন অফিসারকে নোটিস পাঠানো হয়েছে, কোন আইনে নোটিস?''ভোট ঘোষণা হয়েছে? FIR করতে বলছ? কাউকে শাস্তি পেতে দেব না'। 'পুলিশকে ভয় দেখাচ্ছে, আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের'। '২ মাসের জন্য ভোট আসে, আবার চলে যায়, কেউ ভয় পাবেন না'। বিজেপির ক্রীতদাস বলে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
Mamata Banerjee: 'রিংটোন, কলার-টিউনে সব জয় বাংলা করে নেবেন', ঝাড়গ্রামের সভা থেকে বার্তা মমতার
দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীর মুখে 'জয় বাংলা' স্লোগান শুনে সম্প্রতি মেজাজ হারিয়েছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান শুনেই নেমে আসেন গাড়ি থেকে। তৃণমূল কর্মীর অভিযোগ, তাঁকে মারধর করেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা। আর এই নিয়ে শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি আকচা আকচি। এবার সেই 'জয় বাংলা' স্লোগানকেই মোবাইলের রিংটোন-কলারটিউন সেট করার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভা থেকে তিনি বললেন, "কেউ ফোন করলেই ফোন তুলে বলবেন, জয় বাংলা, বলুন। রিংটোন, কলারটিউনে সব জয় বাংলা করে নেবেন। কেউ উল্টোপাল্টা কিছু করতে এলে, ভয় দেখাতে এলে, আর অফিসারদের ভয় দেখাতে এলেও (যদি তাঁরা অন্যায় না করে থাকেন), মনে রাখবেন আমাদের অফিসারদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।"

















