এক্সপ্লোর
Achinta Shuili:ঘরে ফিরলেন বিশ্বমঞ্চে বাঙালির নাম উজ্জ্বল করা অচিন্ত্য, কী জানালেন কমনওয়েলথে সোনাজয়ী?
কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে ঘরে ফিরেছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের থেকে বাড়তি আর্থিক সাহায্য চাইলেন বিশ্বমঞ্চে বাঙালির নাম উজ্জ্বল করা অচিন্ত্য।
গতকাল রাতে পৌঁছন বাড়িতে। মাঝরাতেও ঘরের ছেলের সোনাজয়ের আনন্দে উত্সবে মাতোয়ারা গোটা গ্রাম। বাড়িতে ঢোকার আগে প্রথমে যান কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কোচকে প্রণাম করে বাড়ি আসেন অচিন্ত্য। সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি। বাড়ির সামনে ততক্ষণে ভিড় জমে গিয়েছে।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















