Congress on Mamata: 'ওঁর পক্ষে বিজেপির বিরোধিতা করা অসম্ভব', খোঁচা কংগ্রেসের। ABP Ananda Live
ফের কংগ্রেসকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন বর্ধমানে প্রশাসনিক সভায় যাওয়ার আগে তিনি বলেন, 'বাংলার ব্যাপারে কংগ্রেসের (Congress) সম্পর্কে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার (Opposition Alliance) জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি। কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব। ৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না। বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব।', হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'ওঁর এটা বলা সময়ের দাবি ছিল। ওঁকে এটা বলতেই হল। পশ্চিমবাংলায় বিজেপির হাতকে শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন বিজেপি বিরোধী শক্তির সঙ্গে থাকতে পারবেন না। এটা করা ছাড়া ওর আর কোনও উপায় নেই। ওঁর পক্ষে বিজেপির বিরোধিতা করা কার্যত অসম্ভব।', দাবি কংগ্রেস (Congress) নেতা সৌম্য আইচ রায়ের।