Corona: 'এখনও মানুষ সচেতন নয়, বারবার বলছি মাস্ক পরুন', ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে চিকিৎসক অজয় সরকার | Bangla News
রাজ্যে করোনার (Corona) দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার! রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫, কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত, উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু হয়েছে। ঊর্ধ্বমুখী এই করোনা গ্রাফ প্রসঙ্গে চিকিৎসক অজয় সরকার (Dr. Ajay Sarkar) বলেন, "আমরা বারবার বলছি ওমিক্রন ছড়িয়ে গেছে। ফলে সংক্রমণও বাড়বে। তবে চিন্তার ব্যাপার যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। হয়তো ওমিক্রনের বিরুদ্ধে টিকা কাজ করছে না। মাস্ক পরতে হবে, জমায়েত এড়িয়ে চলতে হবে। এখনও মানুষ সচেতন নয়। বারবার বলছি, এই যুদ্ধ জয় করতে সবাইকে সচেতন হতে হবে।"
![Kolkata News: রাতের শহরে দুষ্কৃতীদের দাপট, নিউ মার্কেট এলাকায় আক্রান্ত দুই ব্যবসায়ী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/8f9ad98318a2cd8159c3caed2b5e33391739713511929967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)