Covid Bengal Tourism: এবার তারাপীঠ-শান্তিনিকেতন গেলেও বাধ্যতামূলক দুই ডোজ বা নেগেটিভ রিপোর্ট
দিঘা (Digha), পাহাড়ের পর এবার বীরভূমে (Birbhum) পর্যটনের ক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করল জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, শান্তিনিকেতন (Santiniketan), তারাপীঠের (Tarapith) মতো জায়গায় যে সব পর্যটকরা যাবেন, তাঁদের হয় ভ্যাকসিনের (Vaccine) ডোজ নেওয়ার সার্টিফিকেট থাকতে হবে, নয়তো RTPCR নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে।
পার্ক হোটেলের পর এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ উঠল। আবগারি দফতর সূত্রে দাবি, গত ১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার দিনই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়। অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগে হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান। কারা সেদিন সেখানে ছিলেন? মদ সরবরাহ করা হয়েছিল কি না, এ সব জানার জন্যই আবগারি দফতর থেকে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে হোটেল ম্যানেজারের কাছে। তলব করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও।