CPM News : ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান । 'স্থানীয় তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত'
ABP Ananda LIVE : ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান। সিপিএম-এ যোগ দিলেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা। ৫ বছর আগে দখল হওয়া পার্টি অফিসও পুনরুদ্ধার, দাবি সিপিএমের। পার্টি অফিস তৃণমূলেরই আছে, পাল্টা দাবি শাসক দলের । স্থানীয় তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত, অভিযোগ সিপিএম-এ যোগদানকারীদের। তৃণমূলের দুর্নীতির কারণেই সিপিএম-এ যোগ, দাবি যোগদানকারীদের। দুর্নীতির অভিযোগ অস্বীকার শাসক দলের।
২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আর্জি শান্তনুরষ মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার, সোমবার শুনানি। 'আমাকে সিদ্ধান্ত জানানো হয়নি, সংবাদমাধ্যমে জেনেছি রেজিস্ট্রেশন বাতিল'। 'বৈঠকে ডাকা হয়, আমার জবাব বিবেচনাতেই আনা হয়নি'। '২০১৯-এ গ্লাসগো থেকে পাওয়া সাম্মানিক স্বীকৃতি বিবেচনায় আনা হয়নি'। অভিযোগ তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অভিযোগ। গতকালই ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের।



















