Cyclone Remal: ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা, ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা
ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। কাল বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। ভোটের মধ্যেই আরও এক ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি। কাল রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। কাল দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কাল কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। কাল পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। কাল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।