Cyclone Remal Update:প্রবল দাপট ঝড়ের, উথালপাথাল শুরু উপকূলবর্তী এলাকাগুলিতে।ABP Ananda Live
সময় যত কমছে, ততই উপকূলের বুকে কাঁপন ধরাচ্ছে অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড়। আকাশ কালো করা মেঘ, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। ফুুুুুুুুঁসছে সমুদ্র, ঝোড়ো হাওয়ার গর্জন। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাতেই বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। তবে, রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথালপাথাল শুরু হয়েছে এরাজ্য়ের উপকূলবর্তী এলাকাগুলোতে। ঝড়ের দাপটে আক্ষরিক অর্থেই যেন দাঁড়িয়ে থাকা দায় দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে।
বকখালির পথে নুইয়ে পড়ছে রাস্তার দু'পাশের সমস্ত গাছ। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনাতেও। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ইছামতী নদীতে জলস্তর বেড়ে চলায় রবিবার সকাল সাড়ে ১১টাতেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। শেষ ভেসেল ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।