Debangshu Bhattacharya: কসবাকাণ্ডে লকেট-অগ্নিমিত্রা-রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবাকাণ্ডে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর। লকেট-অগ্নিমিত্রা-রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর । 'চ্যালেঞ্জ করছি, যাঁরা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন, উত্তরপ্রদেশে যান' । 'নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনও গ্রামে রাত ৮টার পর যান লকেট-অগ্নিমিত্রা-রূপা' । রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনও গ্রামে ১ কিমি হেঁটে দেখান' য।
'উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মহিলারা রাতে বাড়ির বাইরে বেরোতে পারেন না' । বাংলার মহিলারা রাত ২টোর পরেও বাড়ি ফিরতে পারেন, মন্তব্য দেবাংশুর
আরও খবর...
আসানসোলে একটি আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ । আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকার ঘটনা । শনিবার রাতে আবাসনের নীচের তলা থেকে ধোঁয়া হয় । আবাসিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে
তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি
কসবা থানার পর এবার আইন কলেজে জাতীয় মহিলা কমিশন । নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলতে চান NCW । ৫ সদস্যের SIT-এর সঙ্গেও কথা বলবে জাতীয় মহিলা কমিশন
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা NCW-এর



















