Debangshu Bhattacharya: 'নবান্ন অভিযানে পুলিশের মাথা ফাটা গর্বের! কেন?', বিজেপিকে আক্রমণ দেবাংশুর
ABP Ananda LIVE: মহেশতলাকাণ্ডে নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের । 'পাথর ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের মাথা ফেটেছে'। 'এই ৩টি দৃশ্যই দেখা গেছে গতকাল মহেশতলায়'। 'আবার এই ৩টে দৃশ্যই প্রতিবছর দেখা যায় বিজেপির নবান্ন অভিযানের দিন'। 'বিজেপির কাছে মহেশতলায় পুলিশের মাথা ফাটা লজ্জার'। 'আর নবান্ন অভিযানে পুলিশের মাথা ফাটা গর্বের! কেন?' । সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের IT সেলের ইনচার্জের
আরও খবর...
বিকাশ ভবনের সামনে ধুন্ধুমারকাণ্ডে আরও ২ চাকরিহারা শিক্ষককে তলব। চাকরিহারা ২ শিক্ষককে তলব বিধাননগরের গোয়েন্দা পুলিশের। আজ সকালে বিধাননগর উত্তর থানায় তলব হাবিবুল্লাহ ও আবদুল্লা মণ্ডলকে। মুর্শিদাবাদে ২ চাকরিহারা শিক্ষকের বাড়িতে চিঠি। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে কাজে বাধা-সহ একাধিক অভিযোগ
কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাই আগামীকাল ও পরশু রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি।যদিও পার্বত্য এলাকার স্কুলে এই ছুটির নির্দেশ কার্যকর হবে না, এক্স হ্যান্ডল পোস্টে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু



















