এক্সপ্লোর
District News: টাকার বিনিময়ে আধার কার্ড, পশ্চিম মেদিনীপুরে আটক ১, পলাতক ২
৫০০ টাকার বিনিময়ে আধার কার্ড (Aadhar Card)! টাকার বিনিময়ে শিবির করে আধার কার্ড তৈরির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে (Narayangarh) হাতেনাতে পাকড়াও ১, পলাতক ২। ল্যাপটপ, ক্যামেরা নিয়ে শিবির করে আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় প্রতিবাদ করাতেই অভিযুক্তদের সঙ্গে বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ পৌঁছলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। ২ জন পালিয়ে যেতে সফল হলেও আটক করা হয় একজনকে। অনুমতি ছাড়াই কীভাবে চলছিল এই শিবির, তদন্তে পুলিশ। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















