এক্সপ্লোর
Domjur: ডোমজুড়ের মাকড়দহ বাজারের কাছে এক দুষ্কৃতীকে গুলি করে খুন ।Bangla News
ডোমজুড়ের মাকড়দহ বাজারের কাছে এক দুষ্কৃতীকে গুলি করে খুন। স্থানীয় সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস দলুই ওরফে কাঠ তাপস নামে ওই দুষ্কৃতী। অভিযোগ, তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করে। ওই দুষ্কৃতীর মাথা ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় কাঠ তাপস নামে ওই দুষ্কৃতী। মৃতের বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুরনো আক্রোশের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
জেলার
ভোটারদের মুচলেকা নিচ্ছে কমিশন, অভিযোগ BLO ঐক্য মঞ্চের
আরও দেখুন

















