Durga Puja 2025: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। মণ্ডপে এল পুলিশ
ABP Ananda LIVE : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজল ঘোষের। 'পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ' । 'দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় চাপানোর পরিকল্পনা'। 'বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে'। 'নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে'। পুলিশের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কোয়ারের । অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের । নিরাপত্তার প্রশ্নে আপস নয়, বার্তা পুলিশ কমিশনারের । 'সাধারণের নিরাপত্তাই সবচেয়ে জরুরি'। 'তার জন্য় যা যা করতে হবে, পুলিশ করছে'। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বার্তা পুলিশ কমিশনারের ।
পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা দশমীতে
দশমীতে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা। ষষ্ঠী: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তমী: আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কম। অষ্টমী: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। নবমী: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দশমী: নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।


















