Durga Puja: শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানেই সুজিত বসুর পুজো। পুজোর কটা দিন কেমন কাটে দমকলমন্ত্রীর ?
ABP Ananda LIVE : লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ তৈরি হয়েছে নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে। দুধ সাদা মন্দিরের গায়ে অপরূপ কারুকাজ। মণ্ডপের সঙ্গে সাযুজ্য় রেখে তৈরি করা হয়েছে প্রতিমা। অলঙ্কারে হিরে, প্ল্য়াটিনাম, হোয়াইট গোল্ডের ছোঁয়া। শ্রীভূমি স্পোর্টিং মানেই দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো। পুজোর কটা দিন মন্ত্রীর খোলস ছেড়ে সুজিত বসু একেবারে পুজো পাগল পাড়ার ছেলে। পুজোই তাঁর ধ্যান জ্ঞান।
পুজোর পরেই প্রাথমিকে নিয়োগের সিদ্ধান্ত সরকারের, বিজ্ঞপ্তি জারির কথা জানালেন শিক্ষামন্ত্রী
উৎসবের মধ্যেই চাকরি চেয়ে পথে আন্দোলন, পুজোর পরেই নিয়োগের সিদ্ধান্ত সরকারের। প্রাথমিকে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগ হবে, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পর্ষদ।
এক্স পোস্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ! পুজোর পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সংসদ! সকল চাকরী প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।'


















