Durga Puja 2025: আজ সপ্তমী, শ্রীভূমি স্পোর্টিংয়ে কলা বউ স্নান করিয়ে আনা হল মণ্ডপে
ABP Ananda LIVE: আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও কলা বউ স্নান করিয়ে নিয়ে আসা হয়েছে মণ্ডপে। দর্শনার্থীদের ভিড় সপ্তমীর সকালেও।
আরও পড়ুন...
নেপাল থেকে পানিট্যাঙ্কি বর্ডার হয়ে দিল্লি যাওয়ার পথে দুই বাংলাদেশি সহ এক ভারতীয়কে গ্রেফতার
নেপাল থেকে পানিট্যাঙ্কি বর্ডার হয়ে দিল্লি যাওয়ার পথে দুই বাংলাদেশি সহ এক ভারতীয়কে গ্রেফতার করল এস এস বি। ধৃতদের মধ্যে দেবাশিষ চক্রবর্ত্তী ভারতীয় নাগরিক। বাকি দুজন বাংলাদশী নাগরিকের নাম জাহিদুল ইসলাম এবং সুশান্ত চন্দ্র দাস। ধৃত দুই বাংলাদেশীর কাছ থেকে উদ্ধার হয়েছে নেপাল, বাংলাদেশ এবং ভারতীয় টাকা সহ জাল নথিপত্র। ধৃত ভারতীয় নাগরিক দেবাশীষ চক্রবর্ত্তীকে জেরা করে এস এস বি জানতে পেরেছে দুই বাংলাদেশী নাগরিককে ৫০০০০ টাকা মাথাপিছু নিয়ে সে দিল্লী পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেছিলো। ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এস এস বি। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।





















