Durgapur News: দুর্গাপুর NIT-তে ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার
ABP Ananda LIVE: দুর্গাপুর NIT-তে ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার । নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে সুকান্তকে প্রশ্ন এক পড়ুয়ার মেজাজ হারিয়ে পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর । প্রশ্ন করা পড়ুয়ার কাছেই পাল্টা সমাধান চান সুকান্ত । 'আপনি সমাধান দিন, আপনার জন্য আমার চেয়ার ছেড়ে দেব'। কঠিন পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়েছেন, আপনাদের কাছে সমাধান থাকা উচিত'। কিছুক্ষণ পরই মাইক কেড়ে নেন NIT-র ডিরেক্টর, অভিযোগ পড়ুয়ার আমি প্রশ্ন করেছি, ওরা উত্তরই দিতে পারেনি, পরে দাবি সুকান্তর । কেউ সাজিয়ে পাঠাতে পারে, অভিযোগ সুকান্ত মজুমদারের।
আরও পড়ুন...
মদের আসরের প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে খুন
খাস কলকাতায় ফের খুন প্রতিবাদী। একবালপুরে বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখনও ফেরার মূল অভিযুক্ত আমজাদ। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে একবালপুর থানা।



















