DVC: রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার বিষয়ে নিজেদের ঘাড় থেকে দায় ঝাড়ল DVC | ABP Ananda Live
Damodar Valley Corporation: রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার বিষয়ে নিজেদের ঘাড় থেকে দায় ঝাড়ল DVC। শুক্রবার একটি অনুষ্ঠানে দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এম রঘুরামের দাবি করেন, কোন জলাধার থেকে কত জল ছাড়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা DVRRC। এই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার, ঝাড়খণ্ডের চিফ ইঞ্জিনিয়ার, DVC-র চিফ ইঞ্জিনিয়ার (সিভিল), CWC-র মেম্বার সেক্রেটারি এবং CWC-র চেয়ারম্যানের প্রতিনিধি। কমিটির সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নেন কতটা জল আসছে, কতটা জল ছাড়তে হবে। DVRRC-কে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ওয়াটার কমিশন বা CWC। পশ্চিমবঙ্গে মাইথন এবং পাঞ্চেত জলাধার-সহ DVC-র মোট চারটে বাঁধ রয়েছে। এক্ষেত্রে DVC শুধুমাত্র অপারেটরের ভূমিকা পালন করে বলে দাবি সংস্থার চেয়ারম্যানের।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
