Ekhon Kolkata : তপন কান্দুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। Bangla News
ঝালদায় খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। পরে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতেও যান বিরোধী দলনেতা। দুই মৃত্যুর ঘটনাতেই তদন্ত করছে সিবিআই।
সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে বিজেপির কোন্দল প্রকাশ্যে। রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আজ বহরমপুরে সাংবাদিক বৈঠকে দলের একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে জেলা সভাপতি শাখারভ সরকার ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি। মুর্শিদাবাদের বিধায়কের সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র-সহ জেলা নেতৃত্বের একাংশ। প্রয়োজনে পাল্টা সংগঠন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন দুই বিজেপি বিধায়ক। আবেগের বশে এই ঘটনা, কোন্দল ঢাকতে দাবি জেলা সভাপতির।
বিজেপির রাজ্য নেতৃত্ব অনভিজ্ঞ। হঠাৎ রাজ্যের দায়িত্ব পেয়ে গেছেন, কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের।
চারদিনের পলায়ন-পর্বে ৮ বার জায়গা বদল, ৫ বার গাড়ি বদল করেছিল বেহালার চড়কতলাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনবার চড়েছিল পণ্যবাহী গাড়িতেও। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে দলবল নিয়ে প্রথমে বাঁশদ্রোণীর গাছতলা ও পরে রিপন স্ট্রিটে যায় সোমনাথ।এই দুটি জায়গায় অনুগামীদের কাছ থেকে টাকা ও সিমকার্ড নেয়। এরপর যায় ডালহৌসিতে। বিবাদী বাগ বাস স্ট্যান্ডের কাছ থেকে গাড়ি ভাড়া করে যায় বালির নিশ্চিন্দায়। গাড়ি চালকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ওই গাড়ি নিয়েই যায় ব্যাঁটরায়। এরপর ডোমজুড়ে হয়ে যায় বারাসাতে। সেখানে গাড়ি বদল করে সোজা চলে যায় ওড়িশার বালেশ্বরে। সিম বদলায়। এরপর বালেশ্বর থেকে দিঘায় আসে। ফের জায়গা বদলে চলে যায় হাওড়ার জয়পুরে। সেখানে এক পরিচিতর বাড়িতে আশ্রয় নেয় সোমনাথ ও তার ৬ সঙ্গী। পুলিশ সূত্রে খবর, পলায়ন-পর্বে সিম বদল করে গাড়ি চালকের মোবাইল ফোন থেকে কথা বলছিল সোমনাথ। এই পাঁচদিন একসঙ্গেই ছিল ৭ জন। খাওয়াদাওয়া করেছে ধাবায়। বালেশ্বর ও দিঘায় ভাড়া করেছিল সস্তার হোটেল। পুলিশকে ধোঁকা দিতে পেশাদার অপরাধীদের মতো জায়গা ও সিম বদল করেও অবশ্য শেষরক্ষা হয়নি। আজ সকালে সোমনাথ-সহ ৭ জনই ধরা পড়ে।
আইওয়াশের জন্য গ্রেফতার, পরে আবার ছেড়ে দেওয়া হবে। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।
দশদিনে পা দিল শহিদ মিনারে এসএসসি-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের রিলে অনশন কর্মসূচি। চাকরিপ্রার্থীরা যাতে ন্যায়বিচারের পান, সেই দাবিতে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রচণ্ড গরমে আজ অনশনমঞ্চে ৫ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)