Falakata News: বিচারের দাবিতে ফুঁসছে ফালাকাটা, আজ কী পরিস্থিতি নিহত শিশুকন্যার গ্রামে?
ABP Ananda Live: বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা। গতকাল দিনভর বিক্ষোভের পর আজ থমথমে নিহত শিশুকন্যার গ্রাম। এলাকায় বসেছে পুলিশ পিকেট। বিচারের দাবিতে ফালাকাটায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে অগ্নিগর্ভ ফালাকাটা। বিচারের দাবিতে ফালাকাটায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ। বিডিও-কে ঘেরাও করে বিক্ষোভ, 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। গণপিটুনিতে ধর্ষণ-খুনে এক অভিযুক্তর মৃত্যু, আরেকজন গ্রেফতার।
আরও খবর, খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর কসবার হালতু, ফের আক্রান্ত প্রতিবাদী। ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার দম্পতিকে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ । অভিযোগের পরেও থানা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
![Purulia News: এবার পুরুলিয়ায় বাঘের হানা। ঘন ঘন ডেরা বদল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/6708c14ad901fcc8aafa82b3b956d8e01737312434869967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)