Fatafat: টাকা তাঁর নয়, দাবি অর্পিতার, আরও সম্পত্তির খোঁজে ইডি। Bangla News
টাকা তাঁর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি এবার অর্পিতা মুখোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, 'এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে।'
জোকা ESI হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করিয়ে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়লেন চিকিত্সা করাতে আসা এক মহিলা।যদিও, জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে মাটিতে পড়ে যায়।
শিক্ষায় নিয়োগে দুর্নীতি, বাংলার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। ত্রিপুরায় কী হচ্ছে? পাল্টা প্রশ্ন তৃণমূলের।
বরানগর, পণ্ডিতিয়া, লেক ভিউ, মাদুরদহ, পাটুলি, কেন্দুয়া --- উত্তর থেকে দক্ষিণ, স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি।
অর্পিতার লুকনো সম্পত্তির খোঁজে কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করল ইডি।