GB Syndrome: গুলেন বেরি থেকে বাঁচার কী উপায় ? কাদের ঝুঁকি সবথেকে বেশি?
ABP Ananda LIVE : আতঙ্কের নাম গুলেন বেরি সিনড্রোম ( Guillain-Barre syndrome ) । হঠাৎ এভাবে কেন ছড়াচ্ছেGBS? কোনও নির্দিষ্ট কারণ ? কোনওভাবে কি আটকানোর উপায় নেই ? কেন আক্রান্ত শিশুরা? প্রশ্ন অনেক। উত্তর দিচ্ছেন ডা. যশোধরা চৌধুরী ( অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিউরোমেডিসিন, NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল)। এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়। একে একে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে। কথা বলার শক্তি চলে যায়। দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি। শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হয়। ঠিক কখন হাসপাতালে নিয়ে গেলে সুস্থ হবেন রোগী? জানতে দেখুন ভিডিওটি।
Mahakumbh Stampede News : মহাকুম্ভে দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে কত ? তথ্য দিল উত্তরপ্রদেশ পুলিশ
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনায় বাড়ল প্রাণহানির সংখ্যা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হন বহু মানুষ। সেই ঘটনায় অনেকগুলি প্রাণ চলে যায়। চিকিৎসাধীন আরও অনেকে। কিন্তু, কতজনের প্রাণহানি হয়েছে ? সাংবাদিক বৈঠক করে সেই তথ্য সামনে আনলেন DIG মহাকুম্ভ বৈভব কৃষ্ণা।
মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগ। ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল। গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তুমুল ধাক্কাধাক্কি, চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে বহু মানুষ আহত হন। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেন। মর্গের সামনেও জড়ো হন অনেকে। মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে প্রিয়জন হারানোর হাহাকার।




















