Viswabharati University: বিশ্বভারতী প্রাঙ্গণে বন্ধ হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটকদের প্রবেশ | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: ২ দিনের মাথায় সিদ্ধান্ত বদল। বিশ্বভারতী প্রাঙ্গণে বন্ধ হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটকদের প্রবেশ। একমাত্র রবীন্দ্র ভবন ছাড়া বাকি কোনও জায়গায় ঢুকতে পারবেন না সাধারণ মানুষ। ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় নাম রয়েছে বিশ্বভারতীর, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ভবিষ্যতে বিশ্বভারতী প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যায় কি না, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। করোনাকালে ৬ বছর আগে, তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাস ও আশ্রম প্রাঙ্গণে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ছাড় দেওয়া হয় শুধু রবীন্দ্র ভবনকে। কিন্তু স্থায়ী উপাচার্য পদে প্রবীরকুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পরই বিশ্বভারতীর ক্যাম্পাস ও আশ্রম চত্বর সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ২ দিনের মাথায় ফের পুরনো নিয়মেই ফিরল বিশ্বভারতী



















