Mamata Banerjee: দুর্গাপুজোর সরকারি অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। ABP Ananda Live
ABP Ananda Live: এবার আরও বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। পরের বছর দেওয়া হবে এক লক্ষ টাকা। ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। করদাতাদের টাকায় কি ভোটের-ভেট দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা।
২০২২-এ ছিল ৬০ হাজার। ২৩-এ ৭০ হাজার। এবার আরও ১৫ যোগ করে হল ৮৫ হাজার। আর পরের বছর অর্থাৎ ২০২৫-এও ১৫ বাড়িয়ে ১ লক্ষ টাকা করে দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কল্পতরু তৃণমূল সরকার। যা ঘিরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন, কর দাতাদের টাকায় এই খয়রাতি কি আসলে ক্লাবগুলোকে হাতের মুঠোয় রেখে ভোটের সময় কাজে লাগানোর জন্য়?
৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে অনুদান দেয় রাজ্য় সরকার, যার মধ্যে শুধু কলকাতারই ২ হাজার ৭৯৩টি ক্লাব রয়েছে। অর্থাৎ, পুজোর অনুদান বাবদ রাজ্য় সরকারের খরচ হবে ৩৬৫ কোটি ৫০ লক্ষের বেশি টাকা। যদি একই সংখ্যক ক্লাবকে অনুদান দেওয়া হয়, তবে ২০২৫-এ টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে প্রায় ৪৩০ কোটিতে। এছাড়া, পুজো কমিটিগুলিকে রাজ্য় সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপন দেবে।