Howrah News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর তৎপর, সিইএসসি-র সঙ্গে বৈঠক হাওড়া পুরসভার
পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর তত্পর হাওড়া পুরসভা। CESC-র সঙ্গে বৈঠক করল পুরসভার। পুরসভা সূত্রে খবর, গতবছর বর্ষার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবারও একই পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
গতকাল রাত পৌনে ১০টা নাগাদ হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছরের মনীষা সাউয়ের। CESC সূত্রে খবর, বৃষ্টির সময় বাতিস্তম্ভে হাত লেগেই ওই মহিলার মৃত্যু হয়। হাওড়া ময়দানের কাছে রেল আবাসনের বাসিন্দা মনীষা জেলাশাসকের বাংলোতে পরিচারিকার কাজ করতেন। গতকাল কাজ থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মনীষার বিয়ে নিয়ে পাকা কথা বলতে দেশে গিয়েছেন মা ও ভাই। সেইসময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)