Howrah News: লিলুয়ায় চলল গুলি, আহত ১
ABP Ananda Live: হাওড়ার লিলুয়ায় আবাসনের সামনে চলল গুলি। বাইকে চড়ে এসে একটি আবাসনের সামনে রাজেশ সিংহ বলে এক ব্যক্তিকে গুলি। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। গুলিবিদ্ধ ব্যক্তি এর আগে খুনের মামলায় জেল খেটেছিল বলে জানা গিয়েছে। রাজেশের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। রাতে এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
ছুটে এল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, হঠাৎ বিকট শব্দ... তারপর?
হাওড়া বর্ধমান কর্ড লাইনে ফাটল। হঠাৎ বিকট শব্দ শোনা যায় এদিন। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। হতাহতের কোনও খবর নেই। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
রেল সূত্রে খবর, বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। ১২৫০৯ আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। গেট ম্যান গিয়ে দেখেন লাইনে ফাটল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। কিছুক্ষনের মধ্যেই রেলকর্মীরা এসে ফাটল মেরামতি কাজ শুরু করে। এক ঘণ্টা পর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়।






















