Howrah News: হাওড়ার মুন্সিরহাট এলাকায় মদের ঠেকে ভাঙচুর, ভেঙে দেওয়া হল মদ তৈরির সরঞ্জাম
হাওড়ার মুন্সিরহাট এলাকায় মদের ঠেকে ভাঙচুর। ভাঙচুর চালালেন এলাকারই মহিলাদের একাংশ। বাঁশ দিয়ে ভেঙে ফেলা হল বাড়ির টালি, জ্বালিয়ে দেওয়া হল অস্থায়ী ছাউনি, ভেঙে দেওয়া হল মদ তৈরির সরঞ্জামও। সোমবার ঘটনাস্থলে এসে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দেন জগৎবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় মহিলাদের দাবি, এই বাড়িগুলি বাইরে দেখতে সাধারণ হলেও, আদতে এখানে বসে মদের আসর। দীর্ঘদিন ধরে, এই বাড়িগুলিতেই চলছে বেআইনি মদের ঠেক। অবশেষে সোমবার, বেআইনি মদের ঠেকগুলি ভাঙতে শুরু করে এলাকার মহিলাদের একাংশ। সোমবার, ঘটনাস্থলে এসে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দেয় জগৎবল্লভপুর থানার পুলিশ। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
![Saline Contro: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-বিতর্ক। কোনও গলদ ছিল না, বলে দাবি মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/21d2f9d156dcfbd45a49e12d1c1979701739889058936968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)