IND Vs Pakistan: দেশে ফেরার পর অবশেষে ঘরে ফিরলেন হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান | Poornam Kumar Sau
ABP Ananda Live: দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশে ফেরার পর অবশেষে ঘরে ফিরলেন হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। হাও়ড়া স্টেশন থেকে হুডখোলা জিপে করে আনা হয় রিষড়ায় নিজের শহরে। জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয় বীর জওয়ানকে।
কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না? কেন প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টার ব্য়াখ্য়া করছেন না প্রধানমন্ত্রী? পহেলগাঁওকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করা নিয়ে দেশজুড়ে জোরালো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এবার একই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধী দলনেতার প্রশ্ন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না মুখ্যমন্ত্রী? সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে এদিন পোস্টের শেষে মমতা বন্দ্য়োপাধ্য়ায় লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সাম্প্রতিক সংঘাত ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার অধিকার অন্য কারও আগে সর্বাগ্রে রয়েছে এই দেশের জনগণের।" তৃণমূলনেত্রীর এই পোস্টকে শেয়ার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি।

















