Indian Railway: ট্রেন সময় মতো চালাতে বিশেষ ব্যবস্থা, কী নির্দেশ গেল ড্রাইভার এবং গার্ডদের কাছে?
Sealdah News: সময় মেনে ট্রেন চালাতে চালকদের বিশেষ নির্দেশ ডিভিশনাল অপারেশনস ম্যানেজারের। এর আগে বারংবার ট্রেন দেরিতে চলার অভিযোগে ক্ষোভ বাড়ছিল নিত্যযাত্রীদের মধ্যে। সেকারণেই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও খবর, আরজি কর মেডিক্যালের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য, দেশ। তারই মধ্যে শিলিগুড়িতে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ির মিলন পল্লিতে ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় বছর ২৫-এর তরুণীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় উদ্বেগে এলাকার মানুষ। দার্জিলিঙের বাসিন্দা অর্চনা থাপা শিলিগুড়ির একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন। মিলন পল্লির একটি বহুতলে কয়েকজনের সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন ওই নার্স। স্থানীয়দের দাবি, গতকাল রাতে অ্যাম্বুল্যান্স এনে দেহ পাচারের চেষ্টা হয়। তাঁরাই আটকে দেন। ABP Ananda Live


















