Jadavpur Incident: বাম-তৃণমূল সংঘাতে উত্তপ্ত বাঘাযতীন, মিছিল পাল্টা মিছিল
ABP Ananda Live: বাম-তৃণমূল সংঘাতে উত্তপ্ত বাঘাযতীন, মিছিল পাল্টা মিছিল। গতকাল যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-এর মিছিল থেকে হামলার অভিযোগ । ৯৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ। পাল্টা বাঘাযতীনে CPM-এর পার্টি অফিস ভাঙচুর । ঘটনার প্রতিবাদে বাঘাযতীনে মিছিল, পাল্টা মিছিল।
হাতির হানা ঠেকাতে গিয়ে গেল প্রাণ, ট্রেনের ট্রায়াল রানের সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে
রেলে হাতির হানা ঠেকাতে রুখতে গিয়ে প্রাণ গেল ঠিকাদার সংস্থার কর্মীর। ট্রেনের ট্রায়াল রানের সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। রাজাভাতখাওয়ায় কুনকি হাতির পায়ে পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু হল।
রেলের সঙ্গে সংঘাতে হাতির মৃত্যু ঠেকাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনে বসানো হচ্ছে ডিটেকশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে রেললাইনে হাতি এলেই তা সতর্ক করবে ড্রাইভার এবং আশপাশের স্টেশন মাস্টারকে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাতখাওয়া স্টেশনে এই ইন্ট্রোডিউসিং এলিফ্যান্ট সিস্টেম ডিভাইসের ট্রায়াল রান পর্যবেক্ষণে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। সেই ট্রায়ালের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের থেকে কুনকি হাতি জোনাকিকে আনা হয়েছিল। এদিন দুপুর দুটো নাগাদ রাজাভাতখাওয়া স্টেশন সংলগ্ন রেললাইনের পাশেই কুনকি হাতি এনে সেই ট্রায়াল রান চলছিল। সেই সময় ওই রেললাইন দিয়ে পার হচ্ছিল আপ কাঞ্চন কন্যা এক্সপ্রেস। সেই সময় ঠিকাদারি সংস্থার কর্মী বছর ৫৫-র সন্দীপ চৌধুরীকে পদপিষ্ট করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমকি হাতি জোনাকি। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠালে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


















