Jagadhatri Puja: চন্দননগরের ১৭৭টি জগদ্ধাত্রী পুজোকে এবছর স্পনসর করেছে জাক অলিভল, বিজ্ঞাপনে সাজানো হয়েছে গেট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চন্দননগরের ১৭৭টি জগদ্ধাত্রী পুজোকে এবছর স্পনসর করেছে জাক অলিভল। বিজ্ঞাপনে সাজানো হয়েছে গেট। বাছাই করা কিছু পুজোকে পুরস্কৃতও করা হল সংস্থার তরফে।
আরও খবর..
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের।
আবাস সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ। এর মধ্যেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তালিকা থেকে নাম কেটে দেওয়ার আবেদন জানালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন শাখার তরফে একটি এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর, ওসলোতে এই অনুষ্ঠান হবে। সেখানেই আমন্ত্রণ জানানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলা হয়েছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের জন্য, ভারতীয় সাংসদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নরওয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তাঁদের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় করবেন।