Jagath Mukherjee Park : জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম কী ? হয়ে গেল খুঁটি পুজো। দেখুন ভিডিয়ো
ABP Ananda LIVE : একটা সময় ছিল যখন জগৎ মুখার্জি পার্কের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ ছিল নাটক। নবমীর দুপুরে লাঠি খেলা তারপর সন্ধ্যেবেলা থেকে রাতভোর নাটক দেখতে ভিড় জমাতেন বহু মানুষ। ছবি বিশ্বাস, উৎপল দত্ত থেকে বাদল সরকারের মতো দিকপালদের উপস্থিতি অন্যমাত্রা এনে দিত পুজোয়। সময়ের সঙ্গে বদলেছে উৎসবের আঙ্গিক কিন্তু পাল্টায়নি অনেক রীতি, আজও পুজোর কদিন মাইকে বাজে শুধুই রবীন্দ্রসঙ্গীত। জগৎ মুখার্জি পার্কের পুজো আজও বজায় রাখতে পেরেছে তার সর্বজনীন চরিত্রকে। এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ। কর্পোরেট আগ্রাসনের মুখে দাঁড়িয়েও এই পুজোকে সর্বজনীন হিসেবে রাখতে পেরেছি : রাজা মুখোপাধ্যায়, সংগঠক, জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটি। ৮৯ তম বছরে এবার জগৎ মুখার্জি পার্কের পুজোর থিম AI. এই থিমে দর্শকদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল ও খারাপ দিক তুলে ধরবেন শিল্পী।কম্পিউটার যেমন কর্মসংস্থানের নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে তেমনি কোথাও যেন মানুষের জীবনকে সংকুচিত করে দিয়ছে। এ আই নিয়ে তাই প্রশ্নটা উঠছে এবং ইতিবাচক দিকগুলো গ্রহন করার পাশাপাশি নেতিবাচক দিকগুলো কিভাবে পরিহার করা যায় সেটা মানুষকে আজ ভাবতেই হবে: সুবল পাল, শিল্পী। রবিবার খুঁটি পুজোর দিন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার জয়দীপ মুখোপাধ্যায়কে সম্বর্ধনা দেন পুজো উদ্যোক্তারা। অপারেশন সিঁদুর ঘিরে উন্মাদনার আবহে মহিষাসুর মর্দিনীর আবাহন উৎসবের সূচনা মুহূর্তে যা হয়ে উঠলো তাৎপর্যপূর্ণ।


















