Jalpaiguri News: জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । পুলিশের গাড়ি ভাঙচুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । পুলিশের গাড়ি ভাঙচুর, আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি । দলেরই চা বাগান ইউনিটের সভাপতির অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ । বুথ সভাপতির বাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ । দাদাগিরি চালাচ্ছেন করলা ভ্যালি চা বাগানে তৃণমূলের ইউনিট সভাপতি মহেশ রাউটিয়া, বিরোধী গোষ্ঠীর অভিযোগ । বাগানে প্রায়ই মদ-জুয়ার আসর বসে বলে অভিযোগ । প্রতিবাদ করায় অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃৃণমূল বুথ সভাপতিকে মারধরের অভিযোগ
আতঙ্কে ঘরছাড়া বুথ সভাপতি । অভিযোগ অস্বীকার অভিযুক্ত চা-শ্রমিক নেতার । জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দু’পক্ষেরই অভিযোগ দায়ের
আরও খবর....
নরেন্দ্র মোদির সামনে বিজেপি নিরুপায়। তিনি না থাকলে ১৫০ আসনও পাবে না বিজেপি। বিরোধী শিবিরের কোনও নেতা নন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবার এমনই মন্তব্য করলেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও মোদিকে সামনে রেখেই বিজেপি-র এগনো উচিত বলে মত নিশিকান্তর। তাঁর এই মন্তব্য ঘিরে জোর চর্চা বিজেপি-র অন্দরেও। (Narendra Modi)
বরাবরই বিতর্কিত মন্তব্য়ের জন্য পরিচিত নিশিকান্ত। মূলত বিরোধীদেরই এতদিন বিঁধতেন তিনি। তবে নিজের দল সম্পর্কে মন্তব্য করে এবার খবরে উঠে এলেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। আর তাতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নিশিকান্ত। (Nishikant Dubey)



















