Jadavpur News: যাদবপুরকাণ্ডে ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে টনক নড়ল পুলিশের। হাইকোর্টের রিপোর্ট তলবের পর ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর পুলিশ। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড। হাসপাতালে গিয়ে উপাচার্যের সঙ্গেও কথা পুলিশের। VC-র ছেঁড়া পাঞ্জাবি সংগ্রত তদন্তকারীদের। CPM নেতা সৃজন ভট্টাচার্যকে।
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়াক পথে গুলি করে খুন। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM. তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।



















